' যেখানে পথ বেঁকেছে ' ... কিছু কথা ...
- Vabna Junction
- Jul 9, 2024
- 1 min read
Updated: Jul 14, 2024
'যেখানে পথ বেঁকেছে ' ' souls in quest ' নিছক কোনো ফিল্ম নয়। এটা চার বন্ধুর এক যাত্রাপথ। শিল্প অনুসন্ধানের পথের কোনো এক বাঁক যেখানে প্রচলিত ধ্যান ধারণার বাইরে এক নতুন কোনো চেতনার উত্তরণ ঘটে চার বন্ধুর। শিল্প নিয়ে প্রথাগত শহুরে অহং কোনো এক অজানা পাহাড় নদীর কোলে এক বন্য ঝর্ণায় ধুয়েমুছে যায়।

চার বন্ধুর ' ভাবনা জংশন ' নামে শিল্পবাসরে প্রতিদিন চলে শিল্পের নানা শাখাপ্রশাখায় বিচরণ। মাঝেমধ্যেই ঝোলা নিয়ে বেরিয়ে পড়ি বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জানা অজানা শিল্পপিঠে। চলে অবিরাম শিল্পের অনুসন্ধান। চলে তর্কবিতর্ক , গবেষণা। এমনি একদিন ছোট্ট একটা ভাবনাকে কাটাছেঁড়া করে তৈরী হয় অসম্পূর্ণ এক চিত্রনাট্য। যা সম্পূর্ণ হয় পুরুলিয়ার এক পাহাড়ি গ্রামে। যারা অভিনেতা তারাই এ ছবির গল্পকার ,অভিনেতা ,পরিচালক ,সংগীতকার ও নেপথ্য কর্মী। শুধু এক চলচ্চিত্র তৈরী নিছক উদ্দ্যেশ্য নয় বরং এ আরেক জার্নি , আরেক খোঁজ। প্রচলিত প্রথা ভাঙা এক শিল্পনির্মাণের প্রচেষ্টা মাত্র।
লেখক - রাজা
Upcoming Event : Premiere of 'Jekhane Path Bekeche'





















Comments