Joy of Art - A day with Anna Maria Schlemmer
Sun, 08 Sept
|Badu


Time & Location
08 Sept 2024, 3:00 pm – 6:30 pm
Badu, Jana Sanskriti Centre for Theatre of the Oppressed, 42A, Thakurhat Road, Badu Rd, Madhyamgram, West Bengal 700 128, Madhyamgram, Badu, West Bengal 700
About The Event
সময়ের সাথে শিল্পচর্চার সংযোগ গভীর। সেই চর্চার পথে আমাদের নিরন্তর জুড়ে থাকার অন্যতম উদ্দেশ্য অবশ্যই অভিজ্ঞতা সঞ্চয় করা ও আলোর পথে পা বাড়ানো। আজকের এই সময়ে আরও বেশী করে সমাজ সম্পৃক্ত হয়ে উঠতে চাই। সেখানে দাঁড়িয়ে ভাবনা জংশন-এর দীর্ঘদিনের আয়োজনের পদক্ষেপ - JOY OF ART : A DAY WITH ANNA MARIA SCHLEMMER. জার্মানির প্রখ্যাত ছায়াপুতুল শিল্পী অ্যানা এখন কলকাতায়। পূর্ব কর্মসূচি অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমরা মিলিত হবো তাঁর সঙ্গে, তাঁর শিল্পচর্চার সঙ্গে। মধ্যমগ্রামে বাদুতে অবস্থিত জনসংস্কৃতি অডিটোরিয়ামে। থাকবে কথালাপ, প্রদর্শন, আড্ডা ও মত বিনিময়। আপনারা যারা এই আয়োজনে অংশগ্রহণ করতে আগ্রহী তাঁরা ভাবনা জংশন-এর ওয়েবসাইটে প্রবেশ করে নাম নথিভুক্ত করতে পারেন। অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসুন। কথা হোক। অন্য অভিজ্ঞতা সঞ্চয় করি।
হোয়াটসঅ্যাপ নম্বর - 9433125053
Tickets
Gerenal ticket
This ticket includes complementary snacks
₹150.00
Sale ended
